​  DUTCL

নিলামের নিয়মাবলী:

১। প্রত্যেক দলকে পুলভূক্ত ৪ জন খেলোয়াড় ও ননপুল থেকে ১১ জন খেলোয়াড় কিনতে হবে। পুলভূক্ত খেলোয়াড়ের মূল্য নূন্যতম ৩০০০/- টাকা ও ননপূলভূক্ত খেলোয়ারের মূল্য নূন্যতম ১০০০/- টাকা।

২। কোন দলের ১৫ জন খেলোয়াড় কেনা হয়ে গেলে বাকি দলগুলোর প্রতিটির ১৫ জন খেলোয়াড় কেনা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ঐ দল আর কোন খেলোয়াড় কিনতে পারবে না।

৩। প্রতিটি দলের ১৫ জন খেলোয়াড় কেনা হয়ে যাওয়ার পর যতক্ষন পর্যন্ত ১টি দলের কাছেও নিলাম করার টাকা অবশিষ্ট থাকবে ততক্ষণ নিলাম চলবে। এক্ষেত্রে প্রতি খেলোয়াড়ের নূন্যতম মূল্য ১,০০০/- বজায় থাকবে।

রিজার্ভ ডে সংক্রান্ত নিয়মাবলী:

১। প্রতিটি ম্যাচের রিজার্ভ ডে থাকবে। ম্যাচ পরিত্যাক্ত হলে অথবা অসমাপ্ত অবস্থায় শেষ হলে নিম্নে বর্ণিত নিয়মানুযায়ী রিজার্ভ ডেতে খেলা হবে।

(ক) গ্রুপ পর্বের কোন খেলার নির্ধারিত দিনে প্রথম ইনিংস সমাপ্ত হলে, রিজার্ভ ডেতে কেবল দ্বিতীয় ইনিংস খেলা হবে। কোন কারনে প্রথম ইনিংস শেষ না হলে পুরো খেলাটি আবার প্রথম থেকে অনুষ্ঠিত হেব।

(খ) গ্রুপ পর্বের কোন খেলার নির্ধারিত দিনে প্রথম ইনিংস সমাপ্ত হয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবার পর সমাপ্ত করা না গেলে, খেলা যে অবস্থায় বন্ধ হবে সেই অবস্থা থেকে রিজার্ভ ডেতে খেলা অনুষ্ঠিত হবে।

(গ) কোন পরিস্থিতিতে গ্রুপ পর্বের কোন খেলা রিজার্ভ ডেতে সমাপ্ত করা না গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হবে।

২। DUTCL ২০২০ এর খেলাসমূহের রিজার্ভ ডে-এর তালিকা নিম্নরুপ:

ক) গ্রুপ পর্বের খেলা-

খেলার তারিখরিজার্ভ ডে
৭ জানুয়ারী ২০২০ (মঙ্গলবার)৮ জানুয়ারী ২০২০ (বুধবার)
৯ জানুয়ারী ২০২০ (বৃহ:বার)১০ জানুয়ারী ২০২০ (শুক্রবার)
১২ জানুয়ারী ২০২০ (রবিবার)১৫ জানুয়ারী ২০২০ (বুধবার)
১৪ জানুয়ারী ২০২০ (মঙ্গলবার)১৭ জানুয়ারী ২০২০ (শুক্রবার)
১৬ জানুয়ারী ২০২০ (বৃহ:বার)১৮ জানুয়ারী ২০২০ (শনিবার)

খ) সেমি ফাইনাল : ১৯ জানুয়ারী ২০২০ (রবিবার), রিজার্ভ ডে : ২০ জানুয়ারী ২০২০ (সোমবার)।

গ) ফাইনাল : ২১ জানুয়ারী ২০২০ (মঙ্গলবার), রিজার্ভ ডে : ২২ জানুয়ারী ২০২০ (বুধবার)।

(ঘ) ১৯ তারিখ সেমিফাইনাল খেলাটি কোন কারনে ২০ তারিখে সংঘটিত হলে, ফাইনাল খেলাটি ২১ তারিখের পরিবর্তে ২২ তারিখ সংঘটিত হবে।

৩। কোন খেলার সময়সূচি পরিবর্তন করতে হলে DUTCL-২০২০ কমিটির আহবায়কের কাছে সকল অধিনায়ককেই সম্মতি প্রকাশ করতে হবে।